-
কানাডা ওপেনে বাংলাদেশ তায়কোয়ানডো দলের স্বর্ণ জয়
September 15th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৫ সেপ্টেম্বর: কানাডার ভ্যাঙ্কুভারের রিচমন্ডে অনুষ্ঠিত উন্মুক্ত আন্তর্জাতিক তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে (কানাডা ওপেন) স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ তায়কোয়ানডো দল। কানাডার সময় শুক্রবার পুরুষ সিনিয়র বিভাগে (অনূর্ধ্ব-৩০) পুমসে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এই ইভেন্টে ৩২টি দেশ অংশ নেয়। তার মধ্যে বাংলাদেশ স্বর্ণ জিতে নেয়। বাংলাদেশ দলের হয়ে এই ইভেন্টে লড়াই করেছেন ইমতিয়াজ ইবনে আলী, আব্দুল্লাহ আল নোমান ও আশিকুর রহমান হৃদয়।
কানাডার সময় ১৩ সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যাথলেটদের ওজন নেওয়া হয়। আর ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় মূল প্রতিযোগিতা। যা চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ দল ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবে।
২০২০ অলিম্পিক গেমসে সামনে রেখে তায়কোয়ানডো কানাডা কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হল: কায়োরুগি (জি ১), পুমসে (জি ১) ও প্যারা তায়কোয়ানডো। প্যারা তায়কোয়ানডোতে কালার বেল্ট ও ব্ল্যাক বেল্টরা লড়ছেন। আর কায়োরুগি এবং পুমসে ক্যাটাগরিতে কেবল ব্ল্যাক বেল্টধারীরা লড়ছেন। বিজ্ঞপ্তি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে