-
গ্রুপ পর্ব থেকেই বিদায় পাকিস্তানের
July 6th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লর্ডস (লন্ডন), ৫ জুলাই: দ্বাদশ বিশ্বকাপের লিগ পর্ব থেকেই বিদায় নিতে হলো পাকিস্তানকে। আজ লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়েই পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায়।
আজ লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩১৫ রান করে পাকিস্তান। তাই রান রেট বাড়ানোর জন্য সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে ৭ রানে গুটিয়ে দিতে হতো পাকিস্তানের বোলারদের।
এর ফলে ৯ খেলায় ৫ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। নিউজিল্যান্ডেরও পয়েন্ট সমান ১১। কিন্তু নিট রান রেটে পিছিয়ে থাকায় সেমির টিকিট পায় নিউজিল্যান্ড। পঞ্চম স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।
কিন্তু ৩১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিজেদের ইনিংসের ১ দশমিক ৫ বলে ৮ রান তুলে ফেলে বাংলাদেশ। আর তখনই বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায়। ফলে চতুর্থ ও শেষ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। এর আগে বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়া, ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে