-
টস জিতে ব্যাট নিয়েছে বাংলাদেশ
July 28th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ২৮ জুলাই: সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে ৯১ রানে হেরে ইতোমধ্যে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার রুবেল হোসেনের পরিবর্তে আজ মাঠে নামছেন স্পিনার তাইজুল ইসলাম।
অপরদিকে স্বাগতিক শ্রীলংকা দলে পরিবর্তন আনা হয়েছে দু’টি। থিসারা পেরেরাকে আজ দলের বাইরে রাখা হয়েছে। এছাড়া ওয়ানডেকে বিদায় জানানো লাসিথ মালিঙ্গা নেই একাদশে। তাদের বদলে আজ মাঠে নামছেন ইসুরু উদানা ও আকিলা ধনঞ্জয়া।
দুই দলের খেলোয়াড়রা হলেন:
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহামুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও সফিউল ইসলাম।
শ্রীলংকা: আভিস্কা ফার্নান্ডো, দিমুথ কারুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে