-
বিসিবি’র কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেলেন ৩৫ ক্রিকেটার
August 17th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৭ আগস্ট: আসন্ন জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গঠনকল্পে চারদিনের কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৫ জন ক্রিকেটার। আজ বিকেলে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়। ক্যাম্পের জন্য ঘোষিত দলে রাখা হয়নি বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। আসন্ন সিরিজে যে তামিম ইকবাল বিশ্রামে থাকবেন সেটি নিশ্চিত হয়ে গেলো দল ঘোষণার মধ্য দিয়ে।
নির্বাচিত ৩৫ ক্রিকেটারকে আগামী ১৯ আগস্ট সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ০৮.০০টায় জাতীয় দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে ১৯ থেকে ২২ আগস্ট কন্ডিশনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। আগামী ২১ আগস্ট জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাসেল ডোমিঙ্গো কোচের দায়িত্ব বুঝে নেবেন। উল্লেখ্য, আজ দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকান সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে ২ বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়।
কন্ডিশনিং ক্যাম্পের জন্য নির্বাচিত ৩৫ ক্রিকেটার হলেন:
ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, জহিরুল ইসলাম, মুশফিকুর রহীম, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, আফিফ হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সফিউল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ চৌধুরী রাহি, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাইম শেখ, নাইম হাসান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, মেহেদী হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে