-
লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা
September 15th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
চনবুরি (থাইল্যান্ড), ১৫ সেপ্টেম্বর: এএফসি অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম খেলায় স্বাগতিক থাইল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।
আজ চনবুরি মিউনিসিপ্যালিটি স্টেডিয়ামে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরে যায় বাংলাদেশের মেয়েরা।
৫৯ মিনিটে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে ১-০তে লিড নেয় থাইল্যান্ড। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এদিন জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই গ্রুপের অপর ম্যাচটি ০-০ অমীমাংসিতভাবে শেষ হয়।
আগামি ১৮ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জাপানের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ৩.০০টায় শুরু হবে খেলাটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে