-
বসুন্ধরাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী
December 27th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৭ ডিসেম্বর: ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ ‘বি’র নিজেদের শেষ খেলায় বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী বসুন্ধরা কিংসকে ২-০ গোলে পরাজিত করেছে। ফলে ২ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বসুন্ধরা কিংসের বিপক্ষে ২৫ মিনিটে রাকিবের গোলে ১-০তে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।
৪৫+২ মিনিটে চট্টগ্রাম আবাহনীর দিদিয়ের বসুন্ধরা জালে বল পাঠালে ২-০তে লিড নেয় তারা।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
এই গ্রুপ থেকে রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তাদের সংগ্রহ ২ খেলায় ৩ পয়েন্ট। ব্রাদার্স ইউনিয়ন দুই খেলার দুটিতে হেরে যাওয়ায় শূন্য হাতে বিদায় নিয়েছে ফেডারেশন কাপের আসর থেকে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে