-
নাটকীয় জয়ে সেমিতে পিএসজি
August 13th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লিসবন, ১৩ আগস্ট: শেষ মুহূর্তের ২ গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৮৯ মিনিট পর্যন্ত আটালান্টার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিলো নেইমারের পিএসজি। শেষ ৪ মিনিটের ২ গোলে আটালান্টার বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে ২৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পা রাখলো পিএসজি।
গতকাল রাতে লিসবনের স্টাডিও দ্য লুজে ম্যাচের ২৬ মিনিটে ইতালিয়ান ক্লাব আটালান্টার মারিও পাসালিক গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছিল আটালান্টা। কিন্তু শেষ ৪ মিনিটে পিএসজি’র ২ গোলে স্বপ্নভঙ্গ হয় আটালান্টার।
৯০ মিনিটে মারকুইনহোস গোল করে সমতা আনেন। এ সময় নেইমারের কাছ থেকে বল পেয়ে মারকুইনহোস আটালান্টার জাল কাঁপান (১-১)।
অতিরিক্ত সময়ের ৩ মিনিটে অর্থাৎ ৯০+৩ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে গোলমুখে এমবাপের নেয়া নিচু ক্রস থেকে আটালান্টার জালে বল পাঠান চুউপো মোটিং (২-১)। সেইসাথে কোয়ার্টার ফাইনালে সিঙ্গেল লেগ ম্যাচে আটালান্টার বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে সেমিফাইনালে ওঠে নেইমার-এমবাপ্পেরা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে