-
পাকিস্তানের পক্ষে দ্রুত সেঞ্চুরির রেকর্ড খুশদিলের
October 10th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকমকরাচি, ১০ অক্টোবর: টি-২০ ক্রিকেটে পাকিস্তানের পক্ষে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়লেন বাঁ-হাতি ব্যাটসম্যান খুশদিল শাহ। গত রাতে ন্যাশনাল টি-২০ কাপে সিন্ধুর বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন সাউদার্ন পাঞ্জাবের হয়ে খেলতে নামা খুশদিল। পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের এটাই দ্রুততম সেঞ্চুরি। আর বিশ্বের পঞ্চম দ্রুততম টি-২০ সেঞ্চুরি।
৩৫ বলে সেঞ্চুরি করার পর ৮ চার ও ৯ ছক্কায় মাত্র ৩৬ বলে ১০০ রানে থামেন খুশদিল।
খুশদিলের দ্রুত সেঞ্চুরির আগে পাকিস্তানের পক্ষে রেকর্ডটি দখলে রেখেছিলেন ডানহাতি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
টি-২০তে বিশ্বের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
আন্তর্জাতিক টি-২০তে ৩৫ বলে দ্রুত সেঞ্চুরির রেকর্ড ভারতের রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের।
জাতীয় দলের হয়ে এক ম্যাচ খেলা খুশদিলের রেকর্ড সেঞ্চুরিতে ২১৭ রানের টার্গেট পেরিয়ে যেতে সক্ষম হয় পাঞ্জাব। ২ উইকেটে ম্যাচ জিতে খুশদিলের পাঞ্জাব।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে